
ছবি: আপন দেশ
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) পরিচালিত মাদক বিরোধী অভিযানে একটি ট্রাক থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। দিনাজপুরের বিরল থানার ওসি মো. আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২ টায় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুর রহমান তার সঙ্গীয় ফোর্সসহ বিরল থানায় হাজির হয়ে আটক দুই জন আসামিসহ উদ্ধারকৃত ২৬ কেজি গাঁজা ও একটি ট্রাক থানায় সোপর্দ করেন। পরে তিনি নিজে বাদী হয়ে অভিযানে আটক দুই জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
দিনাজপুর ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার বিরল উপজেলার কাঞ্চন সেতু এলাকায় গাঁজাবাহী একটি ট্রাক প্রবেশ করে। তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কাঞ্চন সেতুর ওপারে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। আটক ওই ট্রাক থেকে বস্তার মধ্যে অভিনব কায়দায় নিয়ে আসা ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।
আরও পড়ুন<<>>অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান
সূত্র জানায়, গাঁজা পরিবহণকারীরা হলেন; টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নন্দপাড়া গ্রামের মো. কাজী সোহরাব হোসেনের পুত্র কাজী মো. সোহেল হোসেন (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মো. শাহিন হোসেনের পুত্র মো. সুমন হোসেন (২২)। ঢাকা মেট্রো ট-১২-৫৫-৭৭ নম্বরের একটি ট্রাকে করে দুইটি বস্তায় অভিনব কায়দায় ২৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলায় প্রবেশ করে। এসময় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান টিম বিরল উপজেলার কাঞ্চন বাজার এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ২৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় জেলার বিরল থানায় মাদক আইনে আটক মো. কাজী সোহেল হোসেন এবং মো. সুমন হোসেনকে গ্রেফতার দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিরল থানার ওসি মো. আব্দুস সবুর বলেন, গ্রেফতারকৃত দুই জনকে শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।