
ছবি: আপন দেশ
ঢাকায় ঐতিহাসিক “জুলাই ঘোষণাপত্র” পাঠ অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী থেকে ঢাকামুখী বিশেষ ট্রেনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্র-জনতা। বরাদ্দ পাওয়া ট্রেনের বগি ও যাত্রা-সুবিধা পছন্দ না হওয়ায় মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে রাজশাহী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তারা বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি যাত্রার উপযোগী নয়। এটি ঢাকায় পৌঁছাতেও সময় বেশি লাগবে। তারা ভালো মানের ট্রেন ও বগির দাবিতে আন্দোলনে নামেন।
এ বিষয়ে স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ভালো মানের ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
আরও পড়ুন<<>> নতুন বাংলাদেশ পাবার দিন আজ
জানা গেছে, এ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীদের আনতে আট জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে সরকার। এসব ট্রেনের প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বহন করবে।
রেল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে এসব ট্রেন ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে। কর্মসূচি শেষে রাত ৮টা-৯টার মধ্যে ট্রেনগুলো ফিরতি যাত্রা করবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।