Apan Desh | আপন দেশ

প্রেমিকের বিয়ের খবরে বিয়ে বাড়িতে প্রেমিকার অনশন!

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৫২, ৪ আগস্ট ২০২৫

প্রেমিকের বিয়ের খবরে বিয়ে বাড়িতে প্রেমিকার অনশন!

ছবি: আপন দেশ

বরগুনার তালতলীতে প্রেমিক আলম লস্কারের (৩০) বিয়ের খবর পেয়ে তার বাড়িতে দুইদিন ধরে অনশন করছেন এক কিশোরী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত  কিশোরী আলম লস্কারের বাড়িতে অবস্থান করছে।

এদিকে, ঘটনার পরপর প্রেমিকের পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন বলে জানা গেছে। অভিযুক্ত আলম লস্কার (৩০) একই গ্রামের তনু লস্কারের ছেলে ও তালতলী উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী।

ভুক্তভোগী কিশোরী জানান, এক বছর আগে আলমের সঙ্গে স্থানীয় ঘটকের মাধ্যমে পরিচয় হয়। পরে তিনি আমাকে বিয়ের প্রেমের প্রস্তাব দেন। আমি প্রস্তাব প্রত‌্যাখ‌্যান করলেও পরে সম্পর্ক হয়। একপর্যায়ে আলম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। শুক্রবার (০১ আগস্ট) থেকে আলম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

আরওপড়ুন<<>>সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত

এতে কিশোরীর সন্দেহ হয়। পরে সে খোঁজ নিয়ে জানতে পারেন আলম অন‌্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে রোববার (০৩ আগস্ট) থেকে আলমের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন ভুক্তভোগী। সোমবার পর্যন্ত অনশন করে যাচ্ছি। আমাকে আলম বিয়ে না করলে এ বাড়ি থেকে যাব না এবং এখানেই আত্মহত‌্যা করব বলেও জানায় ওই কিশোরী।

এ বিষয়ে অভিযুক্ত আলম লস্কারের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রে ২৮ দফা পাঠ করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০ গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন ৫ আগস্ট: রিজভী জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা জুলাই শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না ১৯৭১ স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দিব না: জামায়াত মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, নিশ্ছিদ্র নিরাপত্তা সিলেটে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দীর নির্দেশ