Apan Desh | আপন দেশ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১৩, ৪ আগস্ট ২০২৫

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত

ছবি: আপন দেশ

সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে শেখ আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

সোমবার (০৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে লক্ষ্মীদাঁড়ি সীমান্তের ১ নম্বর বিজিবি পোস্টের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

গুলিবিদ্ধ আলমগীর হোসেন সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে। তিনি ধুড় পাচারকারি ও চোরাচালানের সঙ্গে যুক্ত।

আহত আলমগীর হোসেন জানান, বিজিবির ১ নম্বর পোস্টের পাশে শূন্যরেখা বরাবর সরকারি খাস জমিতে তার একটি মাছের ঘের রয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নেট দিয়ে ওই ঘের ঘিরতে যান তিনি। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার মাথা, মুখমণ্ডল, চোখের ভুরুসহ বিভিন্ন স্থানে ছাররা গুলি লাগে।

আরওপড়ুন<<>>‘উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছেন’

ভোমরা এলাকার মোটরসাইকেল চালক আবু হোসেন জানান, সোমবার সকালে ভোমরা বন্দরের জাহাঙ্গীর মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে সীমান্ত গ্রামবাসী জাকির হোসেন ও আব্দুল কাদের জানান, আলমগীর দীর্ঘদিন ঘরে ধুড় পাচার ও চোরাচালানের সঙ্গে যুক্ত। সীমান্তে সরকারি জায়গায় তার মাছের ঘের থাকলেও মূল পেশা চোরাচালান।

সোমবার ভোরে ভারত থেকে চোরাচালানি পণ্য আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে। এ সময় তার অন্য দ্ইু সহযোগী পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলমগীরের বোন পারভিন আক্তার ও ভাবি আলেয়া খাতুন জানান, সীমান্তের মাছের ঘেরে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলমগীরকে জরুরি বিভাগে আনা হয়। তার মুখমণ্ডল, মাথাসহ বিভিন্ন স্থানে ছাররা গুলির চিহ্ন রয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ জানান, তিনি আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন মর্মে শুনেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই সেকেন্দার আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রে ২৮ দফা পাঠ করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০ গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন ৫ আগস্ট: রিজভী জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা জুলাই শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না ১৯৭১ স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দিব না: জামায়াত মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, নিশ্ছিদ্র নিরাপত্তা সিলেটে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দীর নির্দেশ