
ছবি: আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে আপন হাসান (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (০৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার ঘোড়াশাল রেল সেতুর উত্তর পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আপন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া এলাকার প্রবাসী মো. কামরুজ্জামানের ছেলে।
আরওপড়ুন<<>>মুরাদনগরে তিনজনকে হত্যা: ৩৮ জনের নামে মামলা, আটক ২
নিহতের চাচা মো. শাহীন জানান, আপন তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে ফুটবল খেলছিল। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। সবাই উঠে আসলেও সাতার না জানায় আপন পানিতে তলিয়ে যায়।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আবুবকর বলেন, বন্ধুদের সঙ্গে খেলতে এসে পানিতে ডুবে যায়। পরে নদী থেকে আপনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতের পরিবার ও স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।