Apan Desh | আপন দেশ

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-স্বর্ণ উদ্ধার, নারীসহ আটক ৪ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ১ জুলাই ২০২৫

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-স্বর্ণ উদ্ধার, নারীসহ আটক ৪ 

ছবি: আপন দেশ

নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারীসহ ৪জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে চিহ্নিত শামীম বাহিনীর তিন সহযোগী ডাকাত সোহেল উদ্দিন (২৩), সুমন উদ্দিন (৩০) ও পারুল বেগম (৩২)।

আরওপড়ুন<<>>প্রেমের টানে গোপালগঞ্জে বিয়ে করলেন চীনা যুবক

এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা ওজনের তামার ওপর স্বর্ণের প্রলেপ দেয়া চুড়ি এবং ১০ ভরি ১০ আনা রুপা উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী, সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট ওজনের চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। চোরাই মালামাল মজুদ রাখার অভিযোগে জুয়েলার্সের মালিক উজ্জ্বল বণিককেও (৪২) আটক করা হয়।

আটক ডাকাতদের বাড়ি হাতিয়া বুড়িরচর ইউনিয়নে এবং স্বর্ণ উজ্জবল বণিকের বাড়ি হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওছখালী বাজার এলাকায়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে আটককৃতদের হাতিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা