Apan Desh | আপন দেশ

প্রেমের টানে গোপালগঞ্জে বিয়ে করলেন চীনা যুবক

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০১, ১ জুলাই ২০২৫

প্রেমের টানে গোপালগঞ্জে বিয়ে করলেন চীনা যুবক

ছবি: আপন দেশ

প্রেমের টানে সব বাধা পেরিয়ে সুদূর চীন থেকে গোপালগঞ্জে ছুটে এসেছেন লিউ সিলিয়ান নামে এক চীনা যুবক। শুধু এসেই থেমে থাকেননি, জেলা শহরের নিচুপাড়া এলাকার তরুণী সীমা আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সবার কাছে এ নবদম্পতির জন্য দোয়া চেয়েছে সীমার পরিবার।

রোববার (২৯ জুন) গোপালগঞ্জের একটি আদালতে অ্যাফিডেভিট করে সীমা আক্তারকে বিয়ে করেন তিনি। চীনা জামাই পেয়ে খুশি সীমার পরিবার ও আত্মীয়স্বজন। প্রেমিককে দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসী।

জানা গেছে, চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমা ও লিউ সিলিয়ানের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সীমার কাছে আসার জন্য লিউ সিলিয়ান দুই মাসের ছুটি চেয়েছিলেন কর্মস্থলে, কিন্তু ছুটি না পেয়ে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ সিলিয়ান। ঢাকার একটি হোটেলে ওঠার পর সীমার বাবা নিজেই গিয়ে তাকে গোপালগঞ্জে নিয়ে আসেন। এরপর শুরু হয় নতুন জীবনের পথচলা।

বিয়ের পর সীমা বলেন, আমি খুব খুশি। ও সত্যি আমাকে ভালোবাসে বলেই এত দূর থেকে এসেছে। ওর মতো ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার।

চীনা তরুণ লিউ সিলিয়ান বলেন, সীমা খুব ভালো মানুষ। আমি সত্যিকারের ভালোবাসার টানে বাংলাদেশে এসেছি। কিছুদিনের মধ্যে ওকে চীনে নিয়ে যাবো। বাংলাদেশের খাবার সম্পর্কে তিনি বলেন, খাবার অনেক সুস্বাদু, তবে এখনো অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে।

সীমার পরিবার জানায়, প্রথমে একটু দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ছেলেটির ব্যবহার ও আন্তরিকতায় বুঝেছি, সে সত্যিই ভালো মনের মানুষ।

স্থানীয়রাও এই ব্যতিক্রমী প্রেম ও সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রেম যে জাতি-ধর্মের বাধা মানে না, গোপালগঞ্জের এ চীনা জামাইয়ের গল্প যেন তারই বড় উদাহরণ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়