
মো. গিয়াস উদ্দিন
যুক্তরাষ্ট্র থেকে দেশের ফেরার পর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (২৩ মে) ভোরে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আওয়ামী লীগ নেতা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন।
আরওপড়ুন<<>>অ্যাম্বুলেন্সে ডাকাতি: মরদেহের ওপর হামলা, আহত ৯
চট্টগ্রামের মীরসরাই থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তার সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াস ছিলেন।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।