
বিএনপির লোগো
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা বিএনপি।
মঙ্গলবার (২০ মে) বিকেলে জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
আরওপড়ুন<<>>চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র আটক
উল্লেখ্য, গত ১৩ মে বিকেলে কালীগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের বাড়িতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আলোচনার মাধ্যমে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির মাস্টারকে আহবায়ক, খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব, পৌর বিএনপির সাবেক সভাপতি হোসেন মোহাম্মদ আরমানকে আহবায়ক এবং ইব্রাহীম প্রধানকে সদস্য সচিব করে উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষিত হয়। কমিটি ঘোষণার সাত দিনের মাথায় কালীগঞ্জ উপজেলাসহ জেলার সকল কমিটি বিলুপ্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।