Apan Desh | আপন দেশ

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, জানা গেল কারণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, জানা গেল কারণ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং ছেলে আফরান (৪)।

পুলিশের ধারণা, ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে শিপলু প্রথমে স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। মা-ছেলের মরদেহ খাটের উপরে এবং শিপলুর মরদেহ আলাদা কক্ষে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরওপড়ুন<<>>সড়কে ঝরল বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণ

স্থানীয় ও নিহতদের স্বজনদের মতে, শিপলু বাবুরাইলের ‘সম্মিলিত সঞ্চয় তহবিল’ নামের সমবায় সমিতির ম্যানেজার ছিলেন। প্রায় তিন বছর আগে সমিতির মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় এলাকার ব্যবসায়ী ও লোকজনের ঋণের বোঝায় চাপা পড়েন তিনি। ঋণ বাড়তে থাকায় শিপলু মানসিকভাবে ভেঙে পড়েন। ভাড়া ফ্ল্যাটে স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন শিপলু।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী হাসান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্ল্যাট পরিদর্শন করেছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রতিবেশীদের বক্তব্য নেয়া হচ্ছে।

তিনজনের মরদেহ উদ্ধার খবরে আশপাশের প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা ফ্ল্যাটের সামনে জড়ো হয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়