Apan Desh | আপন দেশ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ২১ মে ২০২৫

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র আটক

মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলাম রাজু।

মানিকগঞ্জে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধি আটক হয়েছেন। আটক হওয়া দুই তরুণ হলেন, মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)।

বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এস এম আমান উল্লাহ।

আটকৃত মেহেরাব হোসাইন (১৯) মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে। আশরাফুল ইসলাম রাজু (২১) শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে।

আরও পড়ুন>>>‌‘বিএনপিপন্থী উপদেষ্টাদের পদত্যাগ করাতে বাধ্য হবো’

বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক ওমর ফারুক বলেন, পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছে।

এ বিষয়ে সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়