 
										ফাইল ছবি
নিলামের মাধ্যমে ২৬টি ব্যাংকের কাছ থেকে আরও ৩৫৩ মিলিয়ন বা ৩৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন>>>‘আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি’
তিনি বলেন, ২৬টি ব্যাংক থেকে ৩৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে এ ডলার কেনা হয়েছে। এ নিলামে ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৫ পয়সা।
 
এর আগেও চলতি অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ১৭৪ কোটি ৭৫ লাখ বা ১.৭৪ বিলিয়ন ডলার।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































