Apan Desh | আপন দেশ

স্ত্রীসহ আ.লীগ নেতা ঢাকায় গ্রেফতার 

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রীসহ আ.লীগ নেতা ঢাকায় গ্রেফতার 

ছবি: আপন দেশ

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খানকে তার স্ত্রীসহ গ্রেফতার করেছে ঢাকা ডিবি পুলিশ।

রাজধানীর মিন্টু রোড থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনির খানের স্ত্রীর নাম সালমা জাহান। তিনি  সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।

আরওপড়ুন<<>>টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

৫ আগস্টের পর ঢাকা ও পটুয়াখালীতে মনির খান একাধিক মামলায় আসামি হলেও তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদেরকে ঢাকার ডিবি কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মনির খানের পরিবার জানিয়েছে।

জানা গেছে, ওই দম্পতি রোববার রাতে ঢাকার বাসা থেকে তাদের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। মিন্টু রোডে পৌছালে ডিবি পুলিশ তাদের গ্রেফতার ঢাকা ডুবি নিয়ে যায়।

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. জসিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মনির আগে থেকেই ঢাকা থাকেন। তার স্ত্রী সালমা জাহান কয়েক মাস আগে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। রোববার রাতে ডিএমপি ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করেছে বলে আমরা জেনেছি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়