Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলের জাতিগত নিধনে যুক্তরাষ্ট্র জড়িত: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১০:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলের জাতিগত নিধনে যুক্তরাষ্ট্র জড়িত: মার্কিন সিনেটর

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনীর জাতিগতভাবে নিধনের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন দুই ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং জেফরি মার্কলে। 

মধ্যপ্রাচ্য অঞ্চলে সত্য অনুসন্ধান মিশন শেষে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছেন, গাজা থেকে স্থানীয় লোকজনকে সরে যেতে বাধ্য করতে ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল ও ধ্বংস করার ধারাবাহিক পরিকল্পনা নিয়েছে। তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এ কুকর্মে জড়িত এবং বিশ্বকে এটি থামাতে হবে।

যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্র্যাটিক সিনেটরের দাবি তারা এ ‘অনিবার্য সিদ্ধান্তে’ পৌঁছেছেন যে, গাজা থেকে স্থানীয় লোকজনকে সরে যেতে বাধ্য করতে ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করা এবং ধ্বংস করে দেয়ার ধারাবাহিক পরিকল্পনা নিয়ে কাজ করছে।

মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং ওরেগনের জেফরি মার্কলে উভয়ই সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। তারা বৃহস্পতিবার একটি প্রতিবেদনে তাদের অনুসন্ধানে পাওয়া তথ্য প্রকাশ করেছেন।

আরও পড়ুন<<>>ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে কংগ্রেসের একটি প্রতিনিধিদল ভ্রমণ করে আসার পর এই প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে এই সিনেটররা লিখেছেন, বোমা এবং বুলেটের চেয়েও সেখানে ধ্বংসযজ্ঞ বেশি হচ্ছে।

তারা আরও বলেছেন, মানবিক ত্রাণ সাহায্য বন্ধের জন্য ধারাবাহিক অভিযানও তারা দেখেছেন। একে তারা বলছেন, খাদ্যকে যুদ্ধের হাতিয়ার হিসাবে ব্যবহার।

প্রেস কনফারেন্সে ভ্যান হলেন বলেছেন, নেতানিয়াহু সরকার ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে নিশানা রার বাইরেও গাজার সব মানুষের ওপর ঢালাওভাবে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।

দুই সিনেটর সত্য অনুসন্ধান মিশনে গিয়ে মিশর, ইসরায়েলসহ অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানও ভ্রমণ করেছেন।

তারা বলেছেন, গাজায় ইসরায়েলের কার্যকলাপ কেবল সেখানে হামাসের ক্ষতি করাই নয় বরং সেখানকার স্থানীয় লোকজনকে জাতিগতভাবে নির্মূল করার একটি ইচ্ছাকৃত কৌশল।

তাদের প্রতিবেদনের শিরোনাম দেয়া হয়েছে, নেতানিয়াহু সরকার ইজ ইমপ্লিমেন্টিং এ প্ল্যান টু এথনিক্যালি ক্লিনজিং অব প্যালেস্টিনিয়াস। এতে বলা হয়, আমেরিকা এতে জড়িত। বিশ্বকে এটি থামাতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়