Apan Desh | আপন দেশ

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৮:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদে ইসরায়েলের চেষ্টা কখনোই সফল হবে না বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া আরব-ইসলামিক সম্মেলনে তিনি এ কথা বলেন। দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা পরিহার করার আহবান জানান। পাশাপাশি ইসরায়েল যেসব অপরাধ করেছে, তার বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন<<>>’জেন-জি’ বিক্ষোভের সহিংসতা অপরাধ: কার্কি

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল কাতারে ‘বর্বর’ হামলা চালিয়েছে, যা আরব বিশ্ব নিন্দা জানিয়েছে। তিনি বলেন, এ হামলার বিরুদ্ধে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে আইনি পদক্ষেপ নেবে, তাকে আরব দেশগুলো সমর্থন করবে।

তিনি ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অপরাধগুলোর জন্য বিচারের মুখোমুখি করতে আহবান জানান।

গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ইসরায়েল বারবার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে। এতে এ অঞ্চলের সাধারণ মানুষ এবং ইসরায়েলিরাও বাড়তি ঝুঁকির মুখে পড়ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়