Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা 

ছবি: আপন দেশ

টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরহাদ উদ্দিন। সভার উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট শামীম আল মামুন এবং সঞ্চলনা করেন সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক জুয়েল।

আরওপড়ুন<<>>‘পাহাড়ি অধিবাসীদের অধিকার রক্ষায় লড়েছিলেন মানবেন্দ্র লারমা’

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোফাজ্জল হোসেন জুয়েল। এছাড়া জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায় আলাউদ্দিন, মো. মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবকদল নেতা তানভীর হাসান খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, নির্বাচনে বিএনপি যদি জয় লাভ  করতে না পারে, তাহলে আমাদের অবস্থা ৫ আগস্টের আগে যেমন ছিল তোম হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা আরও বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল তাদের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়