
-
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ডাক্তারদের ভাষ্যমতে, নুরুল হক নুর যেভাবে মাথা ও মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাতে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে।
বর্তমানে তার 'ন্যাজাল বোন' ফ্রাক্চার হয়ে ডিসপ্লেস অবস্থায় আছে। যা অপারেশনের মাধ্যমে পজিশনে আনতে হবে। এ বিষয়ে কোন কোন চিকিৎসক ২/৩ সপ্তাহ পরে অপারেশনে পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তার ডান পাশের 'ম্যাক্সিলা ' ফ্রাক্চার ও নার্ভ 'কমপ্রেসড' হয়ে থাকায় ডান চোখের নিচ থেকে নাকের ডান পাশ ও ঠোট পর্যন্ত আংশিক অবশ রয়েছে। যেখানেও অপারেশন করে ' নার্ভ ' ঠিক করতে হবে। তাছাড়া ব্লান্ট ট্রমায় লিভারসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।
আরওপড়ুন<<>>ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতার পাশে তারেক রহমান
এ অবস্থায় আপাতত ঢামেক হাসপাতাল থেকে ছুটি নিয়েছেন। রাতে তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সকালে অন্য কোনো হাসপাতালে ভর্তি হবেন।
সামগ্রিক সুস্থতায় গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশবাসীর দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।