ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট আহরণের জন্য ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমের বিভিন্ন ফাংশনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ কারণে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-ভ্যাট ইউনিট। এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমের নতুনভাবে ডেভেলপ করা মুসক ৬ দশমিক ১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে- সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন সুবিধা, সাব-ফর্মে এক্সেল ফাইল থেকে ডাটা আপলোডের সুযোগ এবং ক্রয়সংক্রান্ত সাব-ফর্মে নির্বাচিত কর মেয়াদ থেকে সর্বোচ্চ পাঁচ মাস আগের তথ্য ইনপুট দেয়ার সুবিধা।
১১:৫৭ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার