Apan Desh | আপন দেশ

বাসস এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বাসস এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক মামলার বাদী। অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে মানহানি, হয়রানি, শান্তি ভঙ্গের প্ররোচনা, উস্কানি, অপরাধমূলক হুমকি ও ভীতি প্রদর্শন করেছেন। মামলাটি দায়ের হয়েছে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০৪/৫০৫/৫০৬/১০৯/৩৪/১২০ (খ) ধারায়।

বাদীর আইনজীবী তৌফিক শাহরিয়ার খান জানান, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হলে বিচারক মো: জাকির হোসাইন অভিযোগ আমলে নিয়ে ফৌজদারি কার্যবিধির ২০২ ধারায় তদন্তের নির্দেশ দেন। আদালত সিআইডিকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন। প্রতিবেদন জমা দেয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর। বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন।

মামলায় আসামি করা হয়েছে—মাহবুব মোর্শেদ (এমডি), মো: ফজলুল হক (ব্যবস্থাপনা সম্পাদক), মোরশেদুর রহমান (প্রধান বার্তা সম্পাদক), মোহাম্মদ আলী খান (প্রধান প্রশাসনিক কর্মকর্তা), মোশতাক আহমেদ (সভাপতি, বাসস কর্মচারী ইউনিয়ন) ও মতিউর রহমান তালুকদার (সভাপতি, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন)।

আরও পড়ুন<<>> বাসসের দুর্নীতি-এমডিকে-রুখবে কে? সাংবাদিক সংগঠনের উদ্বেগ

বাদীর অভিযোগ অনুযায়ী,গত ১৭ মার্চ দৈনিক যুগান্তর-এ প্রকাশিত ‘অভ্যুত্থানের উলটো স্রোতে বাসস’ শিরোনামের উপসম্পাদকীয় লেখার পর এমডি মাহবুব মোর্শেদ ক্ষুব্ধ হন। আইনগত প্রতিকার না নিয়ে তিনি ও সহযোগীরা ফেসবুক ও অভ্যন্তরীণ সভার মাধ্যমে বাদীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। ওই দিনই প্রধান বার্তা সম্পাদক মোরশেদুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন—যেখানে মানিককে “বিএনপির লেবাসধারী সাংবাদিক” আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণার দাবি তোলা হয়। পোস্টটির সঙ্গে প্রকাশ্যে একমত হন ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক।

মানহানিকর ওই পোস্ট সরাতে বারবার আবেদন করেও কোনো প্রতিকার পাননি বলে বাদী অভিযোগ করেছেন। গত ১৬ আগস্ট এমডি বরাবর লিখিত অভিযোগ করলেও কোনো সাড়া মেলেনি। এরপর ২৪ মে বাসস কর্মচারী ইউনিয়নের এক সভায় বাদীর বিরুদ্ধে উত্তেজনামূলক বক্তব্য দেয়া হয়। সভায় অংশ নেন কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, যিনি প্রকাশ্যে ‘মব জাস্টিস’-এর হুমকি দেন। ৫ জুলাই ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হকের আহবানে আরও একটি সভা হয়, যেখানে বাদীর বিরুদ্ধে অভিন্ন হয়রানিমূলক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন<<>> ডিইউজেকে ‘জামায়াত’ ট্যাগ দিলেন বাসস এমডি

সাংবাদিক আবুল কালাম মানিক বলেন, শেখ হাসিনা আমলে তথ্য মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট দফতরগুলোতে এক ডজন অভিযোগ জানিয়েও কোনো সাড়া পাইনি। বহুদিন ধরে বাসসের ভেতরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছি। এর জেরেই এমডি ও তার সহযোগীরা আমাকে সামাজিকভাবে হেয় করার পাশাপাশি শারীরিক হুমকির মধ্যে ফেলেছেন।

তিনি জানান, এর আগেও মতিঝিল থানায় দুটি সাধারণ ডায়েরি (নং ৯২, তারিখ ০২/০৬/২০২৫ এবং নং ১৭৬১, তারিখ ২৫/০৮/২০২৫) করেছিলেন। তবে কার্যকর কোনো ব্যবস্থা না পাওয়ায় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন।

আইনি বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় সংবাদ সংস্থার শীর্ষ কর্মকর্তাদের এহেন কর্মকাণ্ড শুধু প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সংকট নয়, সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও নতুন করে প্রশ্ন তুলেছে।

এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতাদের বিরুদ্ধেও মন্তব্য ও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দিয়েছিলেন এমডি। বাসসের কর্মরতদের বিরুদ্ধে বৈষম্যমুলক আচকরণে বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এমডির পদত্যাগের দাবি নিয়ে মাঠে নেমেছিল সংগঠন দুটি। কিন্তু দুর্দান্ত প্রতাব- প্রভাবশালী এমডিকে আচড় কাটতেও পারেনি। কর্মসূচি থেমকে গেছে মাঝপথে।

এখন সবার চোখ সিআইডির তদন্ত প্রতিবেদনের দিকে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়