
কাজী সাখাওয়াত হোসেন লিন্টু
এমসিসিও ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক কাজী সাখাওয়াত হোসেন লিন্টুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে আজ (০৮ সেপ্টেম্বর) এ মামলা দায়ের করেছে সংস্থাটি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামির নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ২১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ১৫৬ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ১৩ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৪৯ টাকা এবং অস্থাবর সম্পদ ৮ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ১০৭ টাকা।
আরও পড়ুন<<>> ন্যাশনাল লাইফের তদন্তে দুদক: ২১শ’ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, ৭১৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার
অন্যদিকে, তদন্তে তার গ্রহণযোগ্য মোট আয় ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৬০ টাকা। এর মধ্যে পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ বাদ দিলে নীট আয় দাঁড়ায় ১৭ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৯৪ টাকা। ফলে তার সম্পদের সঙ্গে আয়ের মধ্যে চার কোটি ১ লাখ ৩৮ হাজার ৪৬২ টাকার অসঙ্গতি পাওয়া গেছে, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
দুদক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অসঙ্গতির বিষয়টি স্পষ্ট হওয়ায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্নীতি দমন কমিশন মনে করছে, আসামি কাজী সাখাওয়াত হোসেন লিন্টু অসাধু উপায়ে সম্পদ অর্জন করে তা নিজের দখল ও ভোগে রেখেছেন, যা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘ সময় ব্যবসা ও করপোরেট প্রতিষ্ঠানের নেতৃত্বে থেকে এ সম্পদ অর্জন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মামলাটি প্রকাশের পর আর্থিক খাতের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, সাম্প্রতিক সময়ে আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়ম নিয়ে যে অভিযোগ উঠছে, এ মামলা সেটির বাস্তব প্রমাণ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।