Apan Desh | আপন দেশ

সড়কে ঝরল বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সড়কে ঝরল বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণ

ছবি: আপন দেশ

চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বউ-শাশুড়িসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পাঠানিপুল সংলগ্ন মামা ভাগিনার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার মধ্যম হাশিমপুর গ্রামের কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আক্তার (৪২) ও ময়মনসিংহের ঔষধ কোম্পানি এমআর মো. শরীফ (২৬)। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। নিহতরা সিএনজিচালিত অটোরিকশাযোগে দোহাজারী পৌরসভা এলাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিলেন।

আরও পড়ুন>>>জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

জানা যায়, দুর্ঘটনার পর আহতদের প্রথমে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মাহাবুব আলম বলেন, আমরা এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়ে খবর পেয়েছি। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা