
ছবি: আপন দেশ
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, কুশখালী, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল বটতলা সীমান্ত থেকে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট, ঘোনা ও কালিয়ানী বিওপির বিওপির আভিযানিক দল তিন লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
আরওপড়ুন<<>>যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
এছাড়া কলারোয়ার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ১ হাজার পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট, ২ লাখ ১১ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক ৭০ হাজার টাকার ওষুধ জব্দ করে।
জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য ৬ লাখ ৭১ হাজার টাকা। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিততি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরাস্থ বিজিবি-৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।