Apan Desh | আপন দেশ

বিএনপি নেতাকর্মীদের পেটালো আ.লীগ কর্মীরা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১৩ মে ২০২৫

আপডেট: ২১:৪৯, ১৩ মে ২০২৫

বিএনপি নেতাকর্মীদের পেটালো আ.লীগ কর্মীরা

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপিপন্থী ছাত্রদল ও যুবদলের ছয় নেতাকর্মী আওয়ামী লীগ সমর্থকদের হামলায় আহত হয়েছেন।

সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পারপাড়া গ্রামের তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদসহ ছয়জন আহত হন।

আহতরা হলেন—ছাত্রদল সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), যুবদল নেতা আলমগীর হোসেন (৪০), সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী (৪০) ও কর্মী জুয়েল রানা (২২)। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সকলেই চর হরিপুর ও কালাইছাড়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন>>>মাটি বিক্রির দ্বন্দ্বে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন। পথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তেঁতুলতলা এলাকায় পৌঁছালে সুলতান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বাঁশ, লোহার রড ও জিআই পাইপ দিয়ে মারধর করে। এতে আহতদের দুইটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহত ছাত্রদল সভাপতি নাজমুল হাসান নাহিদ বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা বেকায়দায় পড়ে বিএনপির একটি অংশের সাথে গোপনে এক হয়ে আমাদের ওপর আধিপত্য বিস্তারের লড়াই চালাচ্ছে।

ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান জানান, আমি এখনও বিস্তারিত জানি না, খোঁজ নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়