Apan Desh | আপন দেশ

ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে বোয়ালমারীতে সড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১০, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ০৮:৪৩, ১৩ এপ্রিল ২০২৫

ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে বোয়ালমারীতে সড়ক অবরোধ

ছবি: আপন দেশ

ফরিদপুরের বোয়ালমারীতে দেলোয়ার হোসেন দুলু মোল্লা (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের উভয়পাশে শত শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ন্যায়বিচার পেতে সহযোগিতার আশ্বাস দিলে ১২টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ২১ মার্চ প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে মারাত্মক আহত হয় দুলু মোল্যা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টানা ১৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ৬ এপ্রিল মারা যান তিনি।

নিহত দেলোয়ার হোসেন দুলু মোল্যা বোয়ালমারী পৌরসভাধীন পূর্ব কামারগ্রাম মোল্যা পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত নুরুল হক মোল্যা। নিহত দুলু মোল্যা ও তার ভাই আমির হোসেন মোল্যার ওপর হামলার ঘটনায় গত ২৭ মার্চ বোয়ালমারী থানায় একটি মামলা হয়। এতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়।

আরওপড়ুন<<>>জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি ছাড়লেন তিন নেতা

নিহতের বড় ভাই মামলার বাদী আব্দুল মান্নান মোল্যা বলেন, পরিকল্পিত ও নৃশংসভাবে আমার ভাইকে খুন করা হয়েছে। আমরা থানায় বারবার হত্যায় জড়িত আরও দুটি নাম এজাহারে অন্তর্ভুক্ত করার জন্য লিখিত দিলেও অজ্ঞাত কারণে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এমনকি আসামিদের গ্রেফতারেও কার্যত কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। মামলার সকল অপরাধীদের দ্রুত গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।

মানববন্ধনে পিতা হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন নিহতের দুই শিশু সন্তান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলী মোল্যা।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, নতুন করে এজাহার নেয়ার কোনো সুযোগ নেই। তদন্তের সময় নতুন কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া গেলে তিনি স্বাভাবিক নিয়মেই চার্জশিটে অন্তর্ভুক্ত হবেন। নতুন করে দুজনকে এজাহারে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছে বাদীপক্ষ।

তদন্ত সাপেক্ষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। মামলার সব আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়