Apan Desh | আপন দেশ

ধর্ষণের অভিযোগে বাসরঘর থেকে যুবক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ১ মার্চ ২০২৫

ধর্ষণের অভিযোগে বাসরঘর থেকে যুবক গ্রেফতার

ছবি : আপন দেশ

যে কোনো পুরুষ ও নারীর দাম্পত্য জীবন শুরু হয় বাসরঘর থেকে। বিয়ের প্রথম রাতে সে বাসরঘর থেকে গ্রেফতার হলেন আবুল কালাম নামে এক যুবক। তাও আবার ধর্ষণের অভিযোগে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাতে আবুল কালামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একটি ধর্ষণ মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। আবুল কালাম উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী গ্রামের আব্দুস ছালামের ছেলে। 

জানা গেছে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে আসছিলেন ওই যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। এদিকে কথিত প্রেমিক মো. আবুল কালাম (২৬) গত বুধবার অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে বাসরঘর থেকে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেন তিনি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালামের সঙ্গে প্রতিবেশী এক চাচাতো বোনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকালীন তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। কিছুদিন আগে  ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে প্রেমিকা অন্তঃসত্ত্বা। 

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়েছিলাম। ডাক্তার বলেছেন অন্তঃসত্ত্বা। আমি আবুল কালামের শান্তি চাই।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী প্রেমিকার বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এদিন রাত ৩টার দিকে বাসরঘর থেকে আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। এরপর শুক্রবার অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিবদ্ধ করে আদালতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আবুল কালামকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি তিনি স্বীকার করেছেন। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকেও হাসপাতালে পাঠানো হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা