Apan Desh | আপন দেশ

পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:০৩, ৭ ডিসেম্বর ২০২৪

পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় এক পোশাক শ্রমিককে (২৬) দলবদ্ধ ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (০৭ ডিসেম্বর) ভোররাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। একই দিন ভুক্তভোগী বাদী হয়ে তিনজনকে শনাক্ত করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। 

গ্রেফতাররা হলেন- বগুড়ার শেরপুর থানার উলিপুর নতুনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিনুর আলম পূর্ণ (৩১), জামালপুর জেলা সদরের জামিরা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল ইসলাম (২৩) ও ময়মনসিংহের ত্রিশাল থানার অলহরি গ্রামের আসকির মিয়ার মেয়ে শান্তা আক্তার (৩৫)।

আসামিদের মধ্যে পূর্ণ ও নাজমুল গাজীপুরের গাছা থানার কলমেশ্বর এলাকায় ও শান্তা টঙ্গীর দত্তপাড়া এলাকার সাইদ মৃধা রোডের জৈনক আওলাদ হোসেনের ১০ তলা ভবনের ২য় তলায় ভাড়া থাকতের। ভুক্তভোগী বাসন থানা এলাকায় বসবাস করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত পূর্ণার সঙ্গে প্রায় দেড় বছর আগে টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। সেই সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মোবাইলে কথাবার্তা হতো এবং ভুক্তভোগীকে গার্মেন্টসে ভালো চাকরির প্রলোভন দেখাত।

গত ১২ নভেম্বর বিকাল ৪টায় গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় পূর্ণ ও নাজমুলের সঙ্গে ভুক্তভোগীর দেখা হয় এবং টঙ্গীর দত্তপাড়া সাঈদ মৃধা রোডের শান্তার ভাড়াকৃত রুমে নিয়ে যায়। এ সময় শান্তার সহযোগিতায় ওই যুবতীকে পূর্ণ ও নাজমুল পালাক্রমে ধর্ষণ করে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী বাদী হয়ে তিনজনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দেন। পরে শনিবার ভোররাতে পূর্ণ ও নাজমুলকে বড়বাড়ি এবং শান্তাকে দত্তপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার পর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা