Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে দুই নারীসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩২, ৪ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে দুই নারীসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকা দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমাবার (৪ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। 

এদিকে রোববার (৩ নভেম্বর) টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া থেকে নারীসহ আরও দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়। অভিযোনে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- নড়াইলের ফরহাদ মোল্লার ছেলে মো. চঞ্চল মোল্লা (২৭) ও অশ্বীনি কান্ত রায়ের ছেলে খিতিশ চন্দ্র রায় (৩৭)। তাদের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যায়। পালিয়েদের মধ্যে রয়েছেন রহিম (৪২) ও শামীম (৪৫)।

র‌্যাবের অভিযানে আটক নারীরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফরহাদ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (৩৬) ও লিটন মিয়ার স্ত্রী রিতা বেগম (৩৮)। র‌্যাব তাদের কাছ থেকে নগদ দুই লাখ ১৫ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন ও চারটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে। আটককৃতদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এবিএমএস দোহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় মাদক পরিবহনকারী কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়