Apan Desh | আপন দেশ

বন্যার কবলে দেশের বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ৩ জুলাই ২০২৪

বন্যার কবলে দেশের বিভিন্ন এলাকা

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের কয়েক জেলায় ফের দেখা দিয়েছে বন্যা পরস্থিতি। সিলেট, সুনামগঞ্জ নেত্রকোণাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিপৎসীমার ওপরে বইছে বন্যার পানি।

শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী, ঝিনাইগাতীর মহারশি ও শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে মহারশি নদীর বাঁধ ভেঙে ৩ উপজেলার নিম্নাঞ্চলের ৪০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছে। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। তবে নিচু এলাকার পানি কমছে ধীর গতিতে।

নেত্রকোণার সবকটি নদীতে বেড়েছে পানি। জেলার উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালের তুলনায় নদীর পানি কিছুটা কমলেও কলমাকান্দা, বারহাট্টা ও নেত্রকোণা সদরের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।

রংপুরের কাউনিয়ার তিস্তা সেতু পয়েন্টে পানি ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের নদীগুলোতে পানি বাড়ছে। এরই মধ্যে তলিয়ে গেছে চরসহ নিম্নাঞ্চল।

অপরদিকে, টানা বৃষ্টি আর উজানের ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী ও কুহুয়া নদীর ৫টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙেছে। সেসব স্থান থেকে পানি ঢুকে ছড়িয়ে পড়ছে লোকালয়ে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে বানভাসীরা। তলিয়েছে ফসলি জমি ও মাছের ঘের। এরই মধ্যে বন্যার্তদের সহায়তার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এদিকে, সিলেটে এখনও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। তবে, বৃষ্টি থামায় শহর থেকে পানি নামছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গেলো ১২ ঘণ্টায় সুরমার কানাইঘাট পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার কমেছে। তবে এখনো তা বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপরে। ধলাই, সারি, গোয়াইনের মতো সীমান্ত নদীর পানি অনেকটাই কমেছে। জেলায় বন্যাদুর্গতের সংখ্যা ৭ লাখের বেশি।

সুনামগঞ্জে কমছে বন্যার পানি। মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি না হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে। চেরাপুঞ্জি থেকেও নামেনি পানির ঢল। তবে, এখনও জলমগ্ন নিম্নাঞ্চল।

অঅপডন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা