জামায়াতের সভায় যুবদলের হামলা, আহত ৩
নেত্রকোনার কেন্দুয়ায় জামায়াতের একটি সভায় হামলার ঘটনা ঘটেছে। এ হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হুবুল ও তার লোকজনের বিরুদ্ধে। হামলায় জামায়াতের তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, হামলায় যুবদলের প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেয়।
শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা বাজারে এ ঘটনা ঘটে। সেখানে উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভা চলছিল। স্থানীয় সূত্র জানায়, সভা শুরুর কিছুক্ষণ পর যুবদলের সভাপতি হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র অবস্থায় সভায় হামলা করে।
হামলায় যারা আহত হন- ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, জামায়াত কর্মী শাহীন মিয়া, জামায়াত কর্মী নয়ন মিয়া।
০৫:৩০ পিএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার