
ফাইল ছবি
মৌসুমি বায়ুর প্রভাবে ভোর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসে অফিসমুখী মানুষ পড়েছেন দুর্ভোগে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজার, মৌচাক, মালিবাগ ও বিজয় সরণি রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা গেছে। স্কুল-কলেজ ও অফিসগামীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।
দেখা গেছে, হালকা বৃষ্টিতে রাস্তাজুড়ে যানবাহনের গতি অনেকটা থেমে গেছে। গাড়িগুলো হর্ন বাজিয়েও এগোতে পারছে না। সড়কের দুই পাশে অফিসগামী মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায়। কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজে ছাতা ছাড়াই দৌড়াচ্ছেন বাস ধরতে। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে।
বিশেষ করে বনানী মোড় থেকে শুরু করে মহাখালী পর্যন্ত দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রাইভেটকার ও বাস। হালকা বৃষ্টির কারণে গাড়িচালকরা ধীরে চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়ে গাড়ির চাপ আরও বেড়ে যাচ্ছে।
আরও পড়ৃুন<<>>ফরিদা পারভীনের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন হবে কুষ্টিয়ায়
অফিসগামী নাঈমুল ইসলাম বলেন, প্রতিদিন অফিসে যেতে লাগে ২০-২৫ মিনিট। আজ এক ঘণ্টা সময় লেগেছে। বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে। তারপর বাস পেলেও যানজটে অনেক সময় আটকে থাকতে হয়েছে।
মৌচাক, মালিবাগ ও কাকরাইল এলাকায়ও একই দৃশ্য দেখা গেছে। এসব এলাকায় রাস্তায় পানি জমেনি, তবে বৃষ্টির কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। ফলে সড়কে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। সিগন্যালের মোড়ে মোড়ে যানজট আরও প্রকট হয়ে উঠেছে।
অন্যদিকে আবহাওয়া অধিদফতরর জানিয়েছে, আজ রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে কম-বেশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের প্রথমার্ধের পুরো সময়জুড়ে থাকতে পারে মেঘলা আকাশ। ফলে তাপমাত্রাও আগের তুলনায় সামান্য পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
সকালের এক পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশের নিচে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।