Apan Desh | আপন দেশ

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, আরও এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৪, ২৮ জুলাই ২০২৫

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ছবি : আপন দেশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। দগ্ধ সাহিল ফারাভি আয়ান (১৪) নামে আরও এক শিশুর অবস্তায় মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধ সাহিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়ানের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. শাওন বিন রহমান বলেন, এনিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১৮ জনের মৃত্যু হলো। এখন ভর্তি আছে ৩৩ জন। যাদের মধ্যে ৩ জন এখনও আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে।

সাহিল ফারাবি আয়ানের চাচা ডা. মোস্তফা কামাল আরেফিন জানান, আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত। তার বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। পরিবার নিয়ে মিরপুর মধ্য মনিপুর এলাকায় থাকেন তারা।

এদিকে মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৭ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সবশেষ শনিবার (২৬ জুলাই) রাতে দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় তিনি দগ্ধ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন।

অন্যদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর এখনো মাইলস্টোনে পাঠদান কার্যক্রম শুরু হয়নি। আহত শিক্ষার্থীদের শারীরিক সুস্থতায় দোয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে উঠতে আরও দুই দিনের মতো ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। রোববার ও সোমবার এ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়