Apan Desh | আপন দেশ

সাবেক এমপির মায়ের নামের বদলে ‘শহীদ আবু সাঈদ স্কুল’

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৫, ৮ সেপ্টেম্বর ২০২৫

সাবেক এমপির মায়ের নামের বদলে ‘শহীদ আবু সাঈদ স্কুল’

ছবি: আপন দেশ

নরসিংদীর রায়পুরায় সাবেক এমপি রাজুর মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আগে স্কুলটির নাম ছিল ‘আশরাফুন্নেছা স্কুল’, যা পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্কুল’।

সোমবার (০৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

আরওপড়ুন<<>>দাদার মরদেহ দাফন করতে গিয়ে মামা-ভাগ্নের মৃত্যু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুবদল নেতা শাহীন মাস্টার, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদের অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠার আহবান জানান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়