Apan Desh | আপন দেশ

দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

ফাইল ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গণমাধ্যমে দুদিনের ছুটির দাবি জানিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ। 

রোববার (২৮ সেপ্টেম্বর) জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের দফতরে জমা দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছূটি পালিত হবে। ছুটির সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট চারদিন ছুটি পালিত হচ্ছে। অথচ গণমাধ্যমের সাংবাদিকগণ একদিনও ছুটি পাচ্ছেন না। সাংবাদিকদের ছুটির বিষয়ে সরকারি কোন সিদ্ধান্ত না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছে মাফিক ছুটি প্রদান করেন। ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্যদূর করে দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমে ২দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করার অনুরোধ করা হয়। সে সঙ্গে ছুটির দিনে কোন গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদে প্রদান করার নির্দেশ প্রদান করতে উপদেষ্টার প্রতি দাবি জানানো হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়