Apan Desh | আপন দেশ

বেসরকারি প্যাথলজি-রেডিওলজি সেবায় নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২৯, ৭ জানুয়ারি ২০২৬

বেসরকারি প্যাথলজি-রেডিওলজি সেবায় নতুন নির্দেশনা

ছবি : আপন দেশ

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মান নিশ্চিতে প্যাথলজি ও রেডিওলজি সেবায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুসারে, রিপোর্টে স্বাক্ষরকারীকে বিএমডিসি রেজিস্ট্রার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হওয়াসহ একাধিক শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। 

সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই আদেশ দেওয়া হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্যাথলজিক্যাল ল্যাব এর জন্য জরুরী নির্দেশনা সমূহ নিম্নে প্রদত্ত হলো। 

১. প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে প্রতিষ্ঠানের লাইসেন্সের জন্য আবেদনে উল্লিখিত প্যাথলজি বিশেষজ্ঞ রেডিওলজি বিশেষজ্ঞ/মেডিকেল অফিসার এর নিজ হস্তে প্রদত্ত স্বাক্ষর থাকতে হবে।

২. প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে ইলেকট্রনিক স্বাক্ষর/অনলাইন রিপোর্ট গ্রহণযোগ্য নয়।

৩. ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা ছাড়া অন্য স্থাপনা হতে নমুনা সংগ্রহ (স্যাম্পল কালেকশান) করা যাবে না।

আরও পড়ুন<<>>কনকনে শীতেও শরীর গরম রাখবে যে ৩ খাবার

8. Auto Generated রিপোর্ট Varify করে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষরসহ রিপোর্ট করতে হবে।

৫. রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকগণকে বিএমডিসি রেজিস্ট্রার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে।

৬. Pathology Laboratory Machine এর নিয়মিত Calibration করে নিতে হবে।

৭. ল্যাব এ রেজিস্টার মেইনটেইন করতে হবে। ল্যাব পরীক্ষার রেকর্ড সংরক্ষণ করতে হবে।

৮. ল্যাব এর বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে।

৯. সকল যন্ত্রপাতি/রি-এজেন্ট এর ক্ষেত্রে Registration Guidelines For Medical Devices Bangladesh-2015 অনুসরণ করতে হবে।

এ আদেশ সকল বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের আশাবাদ, নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং রোগীরা আরও নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা পাবেন।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়