Apan Desh | আপন দেশ

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৩, ১৬ জানুয়ারি ২০২৬

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকার বায়ুদূষণ যেন কিছুতেই কমছেই না। কিছুদিন আগে বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। গত এক মাস ধরে বাতাসে ফের বাড়ছে দূষণ।

এর ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সাংহাইয়ের স্কোর ২৩২। আর ১৯৮ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর চেংডুর অবস্থান চতুর্থ। বায়ুদূষণের কবলে চীনের হুয়ান শহরও। ১৮৯ স্কোর নিয়ে শহরটির অবস্থান সপ্তম। আর ১৮১ স্কোর নিয়ে দশম অস্থানে রয়েছে দেশটির আরেকটি শহর চংচিং।  
 
ভারতের দিল্লি ২১৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৯১ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর মুম্বাইয়ের অবস্থান ষষ্ঠ। বায়ুদূষণের কবলে ভারতের কলকাতাও। অষ্টম অবস্থানে থাকা শহরটির স্কোর ১৮৫।
 
এ ছাড়া ১৯৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে পাকিস্তানের করাচি, ১৮১ স্কোর নিয়ে নবম অবস্থানে ভিয়েতনামের হ্যানয়।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-১০০-এর মধ্যে হলে বাতাসকে ‘মাঝারি’ মানের বলে ধরা হয়। ১০১-১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’; ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একিউআই-এর তালিকার প্রতিবেদনে বলা হয়, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন : যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

সূচক অনুযায়ী, ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। শীতকালে সাধারণত এ শহরের বায়ুর মান অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে কিছুটা উন্নতি ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়