ছবি: আপন দেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি আগেই নিশ্চিত ছিল। এবার সে তালিকায় যুক্ত হলো দেশের ক্রীড়া সাংবাদিকরাও। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারের জন্য আইসিসিতে আবেদন করা সব বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের আবেদন বাতিল করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এর ফলে প্রথমবারের মতো এমন একটি আইসিসি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, যেখানে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল এবং মাঠে থাকছেন না দেশের কোনো ক্রীড়া সাংবাদিকও।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা দেশ-বিদেশে জাতীয় দলের সিরিজ ও আইসিসি ইভেন্ট কাভার করে আসছেন। এমনকি কোনো বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও আন্তর্জাতিক ক্রিকেট আসরে দেশের সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু এবার সে দীর্ঘদিনের ধারাবাহিকতায় ছেদ পড়েছে।
দৈনিক সমকালের ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী, যিনি প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করেছেন, ঘটনাটিকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তের পর সাংবাদিকদের আবেদনও প্রত্যাখ্যান হওয়ায় বিষয়টি কার্যত সাংবাদিক বয়কটের মতো মনে হচ্ছে। অতীতে এমন ঘটনা কখনো ঘটেনি বলে জানান তিনি।
এনটিভির ক্রীড়া সম্পাদক বর্ষণ কবীরও আইসিসির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তার মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগকেই আরও স্পষ্টভাবে তুলে ধরে। তিনি প্রশ্ন তুলেছেন, ভারতে না হলেও সহ-আয়োজক শ্রীলঙ্কায় সাংবাদিকদের কাজ করার সুযোগ দেয়া যেত।
আরও পড়ুন <<>> ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্স থেকে বাংলাদেশের বিদায়
ক্রিকেটভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকেট ৯৭-এর সম্পাদক শিহাব আহসান খান বলেন, বাংলাদেশ দল অংশ নিক বা না নিক, বিশ্বকাপে দেশের সাংবাদিকদের উপস্থিতি এতদিন স্বাভাবিক বিষয় ছিল। এবার কাউকেই অনুমোদন না দেয়ায় মনে হচ্ছে, বাংলাদেশ থেকে যাওয়া ব্যক্তিদেরই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনেও দেখা গেছে। পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক শাকির আব্বাসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, অন্তত শ্রীলঙ্কায় ম্যাচ কাভারের সুযোগ দেয়া উচিত ছিল এবং আইসিসির অবস্থান অন্যায়।
এ বিষয়ে আইসিসির মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।
সব মিলিয়ে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ও ক্রীড়া সাংবাদিক—দুই পক্ষেরই অনুপস্থিতিতে বাংলাদেশের অংশগ্রহণ কার্যত শূন্যে নেমে এসেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































