ছবি : আপন দেশ
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএল দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ আসরের পর্দা নামবে।
ফাইনাল শুরুর আগেই মাঠে উন্মোচন করা হবে বিপিএলের নতুন ট্রফি। ২৫ লাখ টাকা ব্যয়ে তৈরি এ ট্রফি নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে আলোচনা চলছে। জনসমক্ষে ট্রফি প্রদর্শনে বিলম্ব হওয়ায় দেখা গেছে নানা প্রতিক্রিয়া। আজ বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফিটি প্রকাশ করাও হয়েছে।
উন্মোচন পর্বে থাকছে বিশেষ চমক—যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আকবর আলী ও বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন।
তবে ফাইনাল অনুষ্ঠানে আলাদা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি। শুধুমাত্র আতশবাজি ও লেজার শোর মাধ্যমে আয়োজনটি সাজানো হবে।
আরও পড়ুন <<>> ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন কাসেমিরো
টুর্নামেন্টে চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী ওয়ারিয়র্সও ফাইনালের টিকিট পায়।
এর আগে এলিমিনেটরে সিলেট, রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের সুযোগ করে নেয়। আজ এ দুই দলই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































