Apan Desh | আপন দেশ

আমিরাতের ওয়াসেমে রাজশাহীর জয়, টানা ৬ হার নোয়াখালীর

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৯, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৪, ৮ জানুয়ারি ২০২৬

আমিরাতের ওয়াসেমে রাজশাহীর জয়, টানা ৬ হার নোয়াখালীর

ছবি সংগৃহীত

নোয়াখালী এক্সপ্রেসে যোগ দেয়া সৌম সরকার ফিফটি পেয়েছেন। ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ নবীও। তবু জয়ের দেখা পেল না খালেদ মাহমুদ সুজনের দল। বরং রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে যুক্ত হওয়া সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসেম ১ ওভার থাকতে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন।  

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নোয়াখালী ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। ওপেনিং জুটিতে তারা ৫৭ রান যোগ করলেও ব্যাটিং কিছুটা ধীর ছিল। ওপেনিংয়ে নেমে শাহাদাত হোসেন ২৮ বলে ৩০ রান করে ফিরে যান। সৌম্য সরকার ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও তিনটি ছক্কা আসে। 

দলের রান বাড়িয়ে নেয়ার কাজটা মোহাম্মদ নবী করতে পারলেও মাজ সাদাকাত ও হায়দার আলী ধীর ব্যাটিং করেছেন। তিনে নামা সাদাকাত ১৩ বলে মাত্র ৭ রান করতে পারেন। চারে নেমে ২৬ বলে ৩৫ রান করেন নবী। তিন ছক্কার সঙ্গে একটি চার মারেন তিনি। তবে অধিনায়ক হায়দার আলী (৬ বলে ৩) সুবিধা করতে পারেননি। মাহিদুল অঙ্কন ৫ বলে ১০ রান করেন। 

জবাব দিতে নেমে ভালো শুরু পায় রাজশাহীও। ওপেনিং জুটিতে ৫ ওভারে ৪৭ রান করে প্রথম উইকেট হারায় তারা। জাতীয় দলের ওপেনার তানজিদ তামিম ২০ বলে ২১ রান করেন। তিনে নামা শান্ত (১) ব্যর্থ হন। চারে নামা মুশফিক কিংবা পাঁচে নামা রায়ান বার্ল টি-২০ সুলভ ইনিংস খেলতে পারেননি। মুশফিক ২২ বলে ১৯ ও বার্ল ১৮ বলে ১৯ রান যোগ করেন। 

কিন্তু তাদের আগে ওপেনিং করা ওয়াসেম ৩৫ বলে চারটি করে চার এবং ছক্কা মেরে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ সহজ করে দেন। শেষ টানেন মুশফিক-বার্লরা। দলের পরাজয়েও ভালো বোলিং করেছেন মেহেদী রানা। বাঁ-হাতি পেসার ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন।

আপনদেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়