বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে, নতুবা পয়েন্ট কর্তনের মুখে পড়তে হবে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। অনেকের মনে প্রশ্ন? তাহলে বাংলাদেশ কি তাহলে বিশ্বকাপে অংশ নেবে না?
এ বিষয়ে জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইওসহ একাধিক পরিচালক এবং সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবার বক্তব্যেই উঠে এসেছে একই কথা—এ বিষয়ে আইসিসির সঙ্গে বিসিবির এমন কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
তবে বুধবার (০৭ জানুয়ারি) সকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,ক্রিকইনফোর প্রকাশিত খবরটি সঠিক নয়। আইসিসি কখনোই আমাদের বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।
আরও পড়ুন<<>>ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে: বিসিবিকে আইসিসি
তিনি আরও জানান, আইসিসির সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ব্যক্তিগত পর্যায়েও আলোচনা চলছে। তবে বিষয়টি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
বুলবুলের ভাষ্য, আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যেতে চাই না। আমরা আমাদের মেইলে পরিষ্কারভাবে জানিয়েছি, আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। সে কারণেই আমরা ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক।
তিনি বলেন, আইসিসি আবারও বিসিবির কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চেয়েছে—কোন কোন নিরাপত্তাজনিত কারণে আমাদের উদ্বেগ রয়েছে এবং কেন বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে নিরাপদ নন বলে মনে করা হচ্ছে। এই ব্যাখ্যাগুলো দেয়ার পরই আইসিসি সিদ্ধান্ত নেবে।
সবশেষে বিসিবি সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, আইসিসি বাংলাদেশকে জোর করে ভারতে খেলতে বলেছে বা না গেলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে—এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































