মোস্তাফিজুর রহমান: ফাইল ছবি
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দাম পেয়েছে মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) এ পেসারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমবার শাহরুখ খানের দলে অভিষেক হতে চলেছে এ কাটার মাস্টারের।
তবে অনেকে মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কিছুটা শঙ্কায় ছিলেন। কারণ, একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সব অনিশ্চয়তা দুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএলে পুরো টুর্নামেন্টে খেলার অনুমতি পাচ্ছেন এ তারকা পেসার।
যদিও মোস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঠিক কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, মোস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।
আরও পড়ুন<<>>বার্সেলোনার ফুটবলারকে গুলি করে হত্যা
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কথা বলেছেন। আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে মোস্তাফিজকে আন্তর্জাতিক এ সিরিজে খেলেই আইপিএলে যোগ দিতে হবে।
এ বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, মোস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে যে সময়ে থাকবে, ওই সময় সে দেশে ফিরবে। ওই সিরিজের সময়কাল আট দিন।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আসন্ন সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে মার্চ-এপ্রিলে হতে পারে ওই সিরিজ। অন্যদিকে, ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হতে পারে আইপিএলের নতুন আসর। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































