ছবি : আপন দেশ
‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’। কথাটির মূল অর্থ হলো- সৌন্দর্য সর্বত্র বিকশিত হয় না। প্রাকৃতিক নিয়মে যার যথা স্থান সেখানেই তার সৌন্দর্য ফুটে ওঠে। উপযুক্ত পরিবেশের অভাবে অনেক সুন্দর জিনিসও অসুন্দর হয়ে যায়। যার যে পেশা, তার সেখানেই থাকা উচিৎ। অন্য পরিমণ্ডলে গিয়ে নিজেকে মানিয়ে নেয়া যে কঠিন, সেটিই বোধহয় প্রমাণ করণে সংগীত শিল্পী আসিফ আকবর।
দুই যুগেরও বেশি সময় ধরে সংগীত জগতে বিচরণ আসিফের। জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া। নাম, যশ, অর্থ এবং খ্যাতি সবই কামিয়েছেন তিনি। সবই সংগীতের বদৌলতে। তবে রাজনীতে তেমন সুবিধা করতে পারেননি আসিফ।
সম্প্রতি এ সংগীত শিল্পী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছেন। তবে নির্বাচনের আগেই শক্তিশালী একটি পক্ষ নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ায় বিনা ভোটে নির্বাচতি হয়েছে আসিফ আকবর। যদিও শিল্পী হওয়ার আগে একটু আধটু ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার।
ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিলেন হয়তো ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে ভাল কিছু করতে পারবেন আসিফ। কিন্তু শুরুতেই গলদগর্ম কাণ্ড ঘটালেন তিনি। রোববার (০৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনে বক্তব্য দিতে গিয়ে ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এ সংগীত শিল্পী।
যে ফুটবল বাংলাদেশের আপামর জনগণের প্রিয় খেলা। সে খেলা নিয়ে নৈতিবাচক মন্তব্য করে বসলেন সংগীতশিল্পী থেকে বিসিবি পরিচালক বনে যাওয়া আসিফ আকবর। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংগীত শিল্পী হিসেবে অনেকের পছন্দ হলেও ফুটবল নিয়ে অযাচিত বক্তব্য দেয়ায় তাকে তুলোধুনো করতে ছাড়ছেন না কেউ।
আরও পড়ুন<<>>আসিফ আকবরের মন্তব্যে সমালোচনার ঝড়
সাবেক ও বর্তমান ফুটবলারসহ ফুটবল ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন এ নিয়ে। বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন ফেসবুকে প্রশ্ন রেখে বলেন, প্রকৃত ক্রীড়া সংগঠক খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে। ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বক্তব্য খেলাধুলার অঙ্গনকে বিভাজিত করবে। ক্রিকেট আভিজাত্যের খেলা হলে, ফুটবল কী নিম্ন জাতের খেলা?! তীব্র নিন্দা জানাচ্ছি।
জাতীয় দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর ডাগআউট সামলাচ্ছেন মারুফুল হক। তিনি লিখেছেন, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য। সরাসরি কাউকে প্রতিপক্ষ বানালে আমরাও প্রস্তুত প্রতিপক্ষ হতে।
বাফুফের আরেক সদস্য গোলাম গাউস বলেছেন, যিনি খেলার খ জানেন না, যোগ্যদের অযোগ্য করে কোটায় পরিচালক হয়ে ভাইরাল হতে চাচ্ছেন মনে হয়, মিস্টার পরিচালক আমরা লজ্জিত!
কোচ জুলফিকার মাহমুদ মিন্টু লিখেছেন, যার যেখানে থাকা উচিত না এ দেশে সে সেখানেই বসে। ভাষা ঠিক করুন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, একজন সুস্থ ও ভদ্র মানুষ কখনো একটি খেলা ও খেলোয়াড় নিয়ে এ রকম মন্তব্য করতে পারে না। এই মন্তব্যের মাধ্যমে তার রুচি, জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটেছে। অত্যন্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য সরাসরি লিখেছেন, আসিফ আকবর সারা দেশের ফুটবলারদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।
আসিফ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হাস্যোজ্জ্বল ও মৃদু তালি দিতে দেখা যায়।
অথচ বুলবুল এক সময় ফুটবল খেলেছেন। আশি-নব্বইয়ের দশকে ইস্ট অ্যান্ড-ভিক্টোরিয়ার হয়ে ফুটবল মাঠ মাতিয়েছেন তিনি। তার সামনে আসিফ আকবরের এমন ফুটবল বিরোধী বক্তব্যে কী মন্তব্য করেন তা দেখার বিষয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































