Apan Desh | আপন দেশ

টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ৩ অক্টোবর ২০২৫

টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। সে লক্ষ্যে মাঠে নামার আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।

শুক্রবার (০৩ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয় ম্যাচটি। 

এর আগে বৃহস্পতিবার (০২ অক্টোবর) প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে জাকের আলি অনিকের দল। ১৫২ রানের লক্ষ্যে ৮ বল হাত রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

আরওপড়ুন<<>>মারুফার বোলিংয়ে মুগ্ধ লাসিথ মালিঙ্গা

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ: সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, ডারউইশ রাসুলি, শারাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ ইসহাক।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়