Apan Desh | আপন দেশ

আজ বাংলাদেশ-ভারতের কিশোরদের শিরোপা লড়াই

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আজ বাংলাদেশ-ভারতের কিশোরদের শিরোপা লড়াই

ছবি: বাফুফে

এশিয়া কাপ ক্রিকেটে ভারত ও পাকিস্তানের সঙ্গে পারেনি বাংলাদেশ। তবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে লাল সবুজের কিশোররা। এখন শিরোপা লড়াই তাদের সামনে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সে মহেন্দ্রক্ষণ। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার শক্তিশালী দল ভারত। কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

২০১৯-২৪ সাফের বয়সভিত্তিক চারটি আসরেই শিরোপা বঞ্চিত হয়েছেন অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদ। অনূর্ধ্ব-১৫ ও ১৬ একটি করে আসার এবং অনূর্ধ্ব- ১৭ এর দুটি আসর। এবার কলম্বোতে যাওয়ার আগে শিরোপা জয়ের প্রত্যয়ের কথা জানিয়েছিলেন। 

গ্রুপ পর্ব ও সেমিফাইনলে তাদের খেলা দেখে মনে হয়েছে সে প্রতিশ্রুতি পূরনের দিকেই এগোচ্ছেন তারা। শিরোপা জয়ের হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে নাজমুল বাহিনী। 

আরও পড়ুন<<>>বিসিবি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভারতকে হারিয়ে সেই স্বপ্নপূরণ করতে চান কোচ গোলাম রব্বানীও। তিনি বলেন, ছেলেরা উজ্জীবিত। ভারতের বিপক্ষে খেলার জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুত। যদিও প্রতিপক্ষ খুবই চ্যালেঞ্জিং দল। তবে আমাদেরও সুযোগ রয়েছে। 

বাংলাদেশ কোচ আরও বলেন, আমাদের ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, মাঠে ঐক্যবদ্ধ থাকে এবং গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারে- তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।

দেশবাসীর উদ্দেশ্যে গোলাম রব্বানীর অনুরোধ, দেশবাসীকে বলব, আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা হবে। আমার বিশ্বাস ছেলেরা পরিকল্পনা অনুযায়ী খেলবে ও জয় নিয়ে মাঠ ছাড়বে। 

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা বলেন, শিরোপা জিততে আমাদের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বে দুটি ম্যাচে এবং সেমিফাইনালে ভাল খেলেছি। দেশবাসীর প্রত্যাশা পুরনের জন্যই আমরা মাঠে নামব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়