Apan Desh | আপন দেশ

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলি অনিক। নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরিতে থাকায় আজ ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের।

সুপার ফোরের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়েছে টিম টাইগাররা। আজ ভারতকে হারাতে পারলে সরাসরি ফাইনালে চলে যাবে বাংলাদেশ।

আরওপড়ুন<<>>ভারতের বিপক্ষে অনিশ্চিত লিটন, নতুন অধিনায়ক কে?

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুইবার জিতেছে এবং ১৩ বার হেরেছে।

আজকের ম্যাচের পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও ভারতের বিপক্ষে জেতা অসম্ভব নয়! কারণ, ভারতের বিপক্ষে বাংলাদেশের ‘হারার’ কিছু নেই।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়