Apan Desh | আপন দেশ

পিছু হটলো আইসিসি, ক্ষমা চাইলেন পাইক্রফট

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পিছু হটলো আইসিসি, ক্ষমা চাইলেন পাইক্রফট

ছবি: সংগৃহীত

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তাপ-উত্তেজনা। তবে এবার বিষয়টি পৌঁছেছিল অন্য মাত্রায়। এশিয়া কাপে রোববার (১৪ সেপ্টেম্বর) পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়। টসের সময় হাত মেলাতে নিষেধ করেছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। বিষয়টি ভালভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

তাদের দাবি ছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেয়ার। আইসিসি সেটা মানেনি। তাই এশিয়া কাপ থেকে দলই তুলে নিতে চেয়েছিল পাকিস্তান। এরপরই সুর নরম করে ভারতীয় জয় শাহর নেতৃত্বে থাকা আইসিসি। ঘটনার তদন্তের আশ্বাস দেয় তারা। 

এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ও ম্যানেজার  নাভিদ আকরাম চিমার কাছে ক্ষমাও চেয়েছেন পাইক্রফট। এরপর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজী হয় পাকিস্তান। আর পাইক্রফটকে সরানোর দাবি থেকে সরে আসে পিসিবি।

আরও পড়ুন<<>>আফগানদের হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

সে ম্যাচ ২১ রানে জিতে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তানের ১৪৬ রানের জবাবে আরব আমিরাত গুটিয়ে যায় ১০৫-এ। ব্যাট হাতে ১৪ বলে ২৯* করা শাহিন শাহ আফ্রিদি ২ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। এ জয়ে সুপার ফোর নিশ্চিত হয় সালমান আলী আগার দলের।

রোববার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সে ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে এখন থেকেই। রাজনৈতিক বক্তব্যের কারণে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের শাস্তি চেয়েছে পিসিবি।

 ‘সামা টিভি’ জানায় দুবাইয়ে আইসিসির বৈঠকে পিসিবি দুটি দাবি পেশ করেছিল। এশিয়া কাপের দায়িত্ব থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেয়া ও রাজনৈতিক মন্তব্যের দায়ে সূর্যকুমার যাদবকে শাস্তি দেয়া। তবে পাইক্রফট ক্ষমা চাওয়ায় তার অপসারণের দাবি থেকে সরে এসেছে পিসিবি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরে সালমানদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমারসহ ভারতীয় ক্রিকেটাররা। এ নিয়ে পেহেলগামে হামলার প্রসঙ্গ সামনে এনে সূর্যকুমার বলেছিলেন, আমি মনে করি, জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়ে বড়। আমাদের সরকার ও বিসিসিআই—আমরা সবাই একসঙ্গে এ সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।

এটাই মানতে পারেনি পিসিবি। রোববারে আগে আইসিসি সূর্যকে শাস্তি না দিলে পিসিবি কী করে সেটাই দেখার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের চেহারা সামনে আনতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে দেশবিরোধী শক্তি: মির্জা আব্বাস ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ: আসিফ নজরুল ফরিদপুরে ট্রেন-পিকআপে সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩ ‘নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ’ এলপি গ্যাস আমদানিতে ঋণ নিয়ে সুখবর চুয়াডাঙ্গায় টানা ২ সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেলকর্মী গ্রেফতার বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৪৩ নাটক জমিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা