Apan Desh | আপন দেশ

আফগানদের হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আফগানদের হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের ‘ডু অর ডাই ম্যাচে’ শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  রাতে সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে আফগানদের ৮ রানে হারায় টাইগাররা।

এদিকে, শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে শুধু টুর্নামেন্টে টিকে থাকাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‍্যাংকিংয়েও সুখবর পেয়েছে লিটন দাসের দল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদকৃত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে। মঙ্গলবারের জয়ে রেটিং পয়েন্ট বেড়ে আফগানিস্তানের সমান (২২২) হলেও মোট পয়েন্টে এগিয়ে থেকে টাইগাররা নবম স্থানে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের পয়েন্ট এখন ১২,২২৩ আর আফগানিস্তানের ৮,২১৩। ফলে আফগানরা একধাপ পিছিয়ে দশে নেমে গেছে।

আরওপড়ুন<<>>বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের নতুন কমিটি

টি-টোয়েন্টি দলগত র‍্যাংকিংয়ে ২৭১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দুই নম্বরে অস্ট্রেলিয়া (২৬৬), তিন নম্বরে ইংল্যান্ড (২৫৭)। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), ওয়েস্ট ইন্ডিজ (৬ষ্ঠ), শ্রীলঙ্কা (৭ম) এবং পাকিস্তান ৮ম স্থানে অবস্থান করছে।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। এতে সুপার ফোরের পথ কঠিন হয়ে পড়লেও আফগানিস্তানের বিপক্ষে জয়ে সে স্বপ্ন বাঁচল টাইগারদের। এখন বাংলাদেশ নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর।

শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলে রান তখন রেটের হিসাব নির্ধারণ করবে কে যাবে শেষ চারে। উদাহরণস্বরূপ, আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ তুললে, শ্রীলঙ্কাকে অন্তত ১২৮ রান করতে হবে।

আবার আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার করতে হবে মাত্র ৮৪। আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে, বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে ম্যাচ শেষ করতে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে। টাইগারদের ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের ওপর।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়