
ছবি : আপন দেশ
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্বের নতুন সুযোগ সামনে এসেছে। বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের (বিএসএফএসএফ) এডহক কমিটি গঠন করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত সভায় এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।
এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন হয়েছেন সহ-সভাপতি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন হয়েছেন যুগ্ম-সচিব এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এডহক কমিটি আগামী একবছরের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব বুঝিয়ে দেবে। এর মাঝে এ এডহক কমিটি একটি ফান্ড গঠন ও অন্যান্য কার্যক্রমও পরিচালনা করে যাবে।
আরও পড়ুন<<>>আফগানদের হারিয়ে সুপার ফোরের আশায় বাংলাদেশ
ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য অনুসারে এ সংগঠনের কাজ হল আওতাভুক্ত সকল ফেডারেশনের খেলার প্রচার, প্রসার ও উন্নয়নকল্পে একত্রীভূত ও সম্মিলিত সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। কোন ফেডারেশনের স্বার্থ পরিপন্থী কোন কার্যক্রম চাপিয়ে দেয়া হলে সম্মিলিত ভাবে প্রতিবাদ ও প্রতিরোধ করা। আন্তর্জাতিক খেলার প্রস্তুতি ও পরিকল্পনায় সম্মিলিত ভাবে কাজ করা ও সহযোগিতা করা। খেলার পরিবেশ বজায় রাখা ও কর্মকর্তা এবং খেলোয়াড়দের মধ্যে পেশাদারি মনোভাব বজায় রাখতে সচেষ্ঠ থাকা। সার্বিক ভাবে খেলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে এ সংগঠনের যাত্রা হয়েছিল। মূলত ফেডারেশনগুলোর আন্তঃসমস্যা সমাধান, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি এবং সেসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ তথা সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া যৌথভাবে তুলে ধরতেই জাতীয় ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের সমন্বয়ে ফেডারেশন সেক্রেটারি ফোরামের সৃষ্টি। দুই যুগের বেশি সময় এ সংগঠনটি থাকলেও অতিতে তেমন কার্যকর ভূমিকা রাখতে দেখা যায়নি। সংগঠকগণ আশা প্রকাশ করেন যে এবার নতুন দ্বায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে নতুন নেতৃত্ব এটিকে একটি সক্রিয় ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।