Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনার দেখানো পথেই হাটল ব্রাজিল!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

আর্জেন্টিনার দেখানো পথেই হাটল ব্রাজিল!

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটা সুখকর হলো না ব্রাজিলের। আর্জেন্টিনার দেখানো পথেই হাটল তারা। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। এর আগে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারা বলিভিয়ানদের জন্য ব্রাজিলের বিপক্ষে জয় ছিল বড় কিছু। বুধবার (১০ সেপ্টেম্বর) সে কাজটাই তারা সম্পন্ন করেছে বাছাইপর্বের শেষ ম্যাচে। আনচেলত্তির দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বলিভিয়া।

এল আলতোর উচ্চতার জন‍্য নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। তার সুযোগ নিয়েছে স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে ব্রাজিল থেকে যোজন যোজন এগিয়ে ছিল বলিভিয়া।

বলিভিয়া গোলের জন‍্য ২৩ শট নেয়, যার ১০টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল গোলের জন‍্য ১০টি শট নিয়ে কেবল তিনটি রাখতে পারে লক্ষ‍্যে।

আরওপড়ুন<<>>মেসিহীন ম্যাচে হারলো আর্জেন্টিনা

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েলিটো। ঠিক দিক ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি ব্রাজিলের গোলকিপার আলিসন।

দ্বিতীয়ার্ধে বলিভিয়া বেশি সুযোগ তৈরি করলেও ব্রাজিল কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে জিতে প্লে-অফে জায়গা করে নেয় বলিভিয়া।

১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। অপরদিকে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে বলিভিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হওয়ায় আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।

এদিকে লাতিন আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ও প‍্যারাগুয়ে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়