
ছবি: বাফুফে
আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারই অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
আগের দিন মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ দলে প্রবাসী হামজা চৌধুরী, সামিত সোমরা নেই। ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে আছেন।
সর্বশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা বাদ পড়েছেন নেপাল ম্যাচের স্কোয়াড থেকে। তারা আছেন অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে।
আরও পড়ুন<<>>আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষদের ছাড়াল নারীদের প্রাইজমানি
তবে সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সালকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর সজীব। সেন্টার ব্যাক ও লেফট ব্যাক পজিশনে নিয়মিত খেলোয়াড় সজীব । আগে কখনো বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেনি। আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেন চোট পাওয়ায় ওকে ক্যাম্পে ডেকেছিলেন কাবরেরা।
নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে।
বাংলাদেশের স্কোয়াড: গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন ডিফেন্ডার: তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, আবদুল্লাহ ওমর। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, মোঃ সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা। ফরোয়ার্ড: সাদ উদ্দিন, আরিফ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, শাহরিয়ার ইমন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।