Apan Desh | আপন দেশ

বড় হারের পরও প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ২২:২৮, ১০ আগস্ট ২০২৫

বড় হারের পরও প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারার পরও প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন রানার্সআপের একটি হয়ে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট কেটেছেন লাল-সবুজের জার্সিধারীরা।

আরওপড়ুন<<>>লিড নিয়েও দ. কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

রোববার (১০ আগস্ট) লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে  গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় বাংলাদেশের। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলার সম্ভাবনা নস্যাৎ হয় বাংলাদেশের। তবু টিকে থাকে সেরা তিন রানার্সআপের একটি হয়ে মূল পর্বে অংশগ্রহণের।

অন্যান্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলে পক্ষে আসায় সেরা তিন রানার্সআপ হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশ, জর্ডান এবং চাইনিজ তাইপের।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়